পটুয়াখালীতে কােরআন অবমাননার অভিযােগে শিক্ষার্থী গ্রেফতার! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ 750 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় কােরআন অবমাননার অভিযােগে নেহার রঞ্জন শিকদার (১৩) নামর এক শিক্ষার্থীক গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার বেতাগী গ্রাম থেকে তাকে গ্রফতার করা হয়। এ ঘটনায় দশমিনা থানা পুলিশর এসআই আবদুর রহীম বাদী হয়ে ওই শিক্ষার্থীকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে তাকে আদালত তােলা হবে বলে জানিয়েছে পুলিশ। রঞ্জন বেতাগী গ্রামের নিখিল চন্দ্র শিকদারের ছেলে ও শিকদার বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়র নবম শ্রেনীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন গত ৯ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কােরআন অবমাননা মূলক বেশ কয়েকটি ছবি পােষ্ট করেন। পরে ছবিগুলাে মুছে ফেলা হয়। তবে গতকাল স্থানীয়রা তার বিচারর দাবিত জড়াে হলে তাকে গ্রেফতার করা হয়। দশমিনা থানার ওসি মাে. জসীম বলেন, আজ সকালে রঞ্জনক আদালতে সােপর্দ করা হবে। SHARES অপরাধ বিষয়: