নওগাঁর বদলগাছী পাহাড়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড আদায় TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ 80 Viewsরুবেল হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ঔষধের ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,সাথে ছিলেন বদলগাছী সহকারী কমিশনার(ভূমি)। ২৫ আগস্ট,বুধবার বিকেলে অভিযান পরিচালনাকালে ঐতিহাসিক পাহাড়পুর বাজারের খান ফার্মেসীর সোহাগ হোসেনকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার কারণে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এরপরই অন্যান্য ঔষধ ব্যবসায়ীরা খবর পেয়ে পাহাড়পুর বাজারের দক্ষিণ দিক হতে সর্বশেষ উত্তর দিক পর্যন্ত সমস্ত ঔষধের দোকানের ঝাপ শটাশট বন্ধ করে দেয়।শেষে সুমনের বিসমিল্লাহ মেডিসিন কর্ণারে গিয়ে কোন ত্রুটি না পেলে সেখান থেকেই ইউএনও ভ্রাম্যমাণ অভিযান সমাপ্ত করে চলে যান। অভিযান পরিচালনাকালে ঔষধের সব দোকান বন্ধ রাখা প্রসঙ্গে জানতে চাইলে আলপনা ইয়াসমিন বলেন,পরবর্তীতে ভিন্নভাবে অভিযান পরিচালনা করা হবে। SHARES আইন আদালত বিষয়: