বদলগাছীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের তদন্ত প্রতিবেদন ৮১ দিনেও আলোর মুখ দেখেনি! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২ 49 Viewsবদলগাছীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের তদন্ত প্রতিবেদন ৮১ দিনেও আলোর মুখ দেখেনি! রুবেল হোসেন,জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজলার ৫ নং কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম এর কোলা, ভান্ডারপুর হাট, ইউনিয়নের বিভিন্ন রাস্তা এবং ঈদগাহ প্রকল্পের দুর্নীতির অভিযোগের প্রক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট এনফোর্সমেন্ট টিম গত১০/১১/২০২১ ইং তারিখে অভিযান পরিচালনা করে প্রকল্পগুলো পরিদর্শন বা তদন্ত করলেও ৮১ দিনেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জানান। তিনি আরও জানান অভিযোগকারীদের না জানিয়ে ও তাদেরকে সঙ্গে না নিয়ে উক্ত এনফোর্সমেন্ট টিম তদন্ত করেন। তদন্তকালে পার-আধাইপুর আকবরের মোড় হতে রোস্তমের বাড়ী পর্যন্ত সিসি ঢালাই প্রকল্পের ঢালাই কাজ না করে আকবরের মোড়ে সামান্য ঢালাই দেয় সাড়ে ৪ ইঞ্চির স্থলে ১ (এক) ইঞ্চি। যা তদন্ত টিম খনন করে দেখতে পান এবং অন্যান্য প্রকল্পগুলোর দুর্নীতির অভিযোগের সত্যতা পান বলে উপস্থিত এলাকাবাসী জানান। অভিযান পরিচালনার বা তদন্ত এর প্রতিবেদন বা তদন্তের তথ্যাদি পেতে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক সুদীপ রায় চৌধুরী এবং তদন্তকারী এনফোর্সমেন্ট টিমের প্রধান আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তারা বলেন তথ্যাদি অভিযোগ কারীরা পাওয়ার অধিকার রাখে না বলে জানান। তবে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তথ্যাদি দিতে পারবেন বলে জানিয়ে প্রধান অফিসের তথ্য শাখায় এ বিষয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। SHARES দুর্নীতি বিষয়: