নাগরপুরে ইটভাটার মালিকদের ১৩ লক্ষ টাকা জরিমানা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২ 589 Viewsনাগরপুরে ইটভাটার মালিকদের ১৩ লক্ষ টাকা জরিমানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ টি ইট ভাটায় অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এছাড়াও ৩ টি ইটভাটার মালিককে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ টি ইটভাটার বিভিন্ন অবকাঠামো ভেঙ্গে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১লা ফেব্রæয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। তিনি বলেন, ইটভাটায় যে মাটি ব্যবহার করা হবে সেটার জন্য জেলা প্রশাসকের অনুমিত নিতে হয়। এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, উপজেলার গয়হাটা ইউনিয়নে এস কে এস ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সহবতপুর ইউনিয়নের আমিন ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স প্যাসিফিক ব্রিকসকে ৫ লক্ষ টাকা সহ মোট ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। উক্ত অভিযানে প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল সহ পুলিশ ও নাগরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। SHARES আইন আদালত বিষয়: