করোনায় চিকিৎসা সামগ্রী নিয়ে বাংলাদেশের পাশে দাড়ালেন ভারত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০ 394 Viewsডেস্ক নিউজ: ৩০ হাজার আর টি পিসিআর কোভিড সনাক্তকরন কিট প্রদান করেছে ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিটগুলো গ্রহণ করেছেন। হাই কিমশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কিটগুলো তাদের দেশের ল্যাবে তৈরী। এর আগে সার্ক জরুরী তহবিলের আওতায় ভারত, ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার হেড কভার, ১ লাখ হাইড্রোক্লোরোকুইন ও ৫০ হাজার গ্লাভস দিয়েছে। বাংলাদেশি ডাক্তারদের জন্য চিকিৎসা সংক্রান্ত একটি অনলাইন কোর্স বাংলায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। সার্ক দেশগুলোর ডাক্তারদের জন্য আরো একটি অনলাইন কোর্স রয়েছে সেখানে ১৫০ জন বাংলাদেশী ডাক্তার কোর্স করেছেন। SHARES জাতীয় বিষয়: