ধামরাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে গ্রেফতার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০ 36 Viewsনিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী কাজলী বেগম (৩৭) ও ছেলে রবিন হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মতিয়ার রহমান উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একটি পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কামাল হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে আজ ভোররাত ২টার দিকে মতিয়ার রহমানকে তার স্ত্রী ও ছেলে মিলে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা-ছেলেকে আটক করে পুলিশ। এ ঘটনায় মতিয়ারের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় মতিয়ারের স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়েছে। আজ আসামিদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’ ময়নাতদন্তের জন্য মতিয়ারের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। SHARES অপরাধ বিষয়: