শ্রমিকদের বাড়িভাড়া ৪০ শতাংশ কমানোর আহবান: ত্রান প্রতিমন্ত্রী TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০২০ 224 Viewsনিজস্ব প্রতিবেদক। ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াতে পোশাকশ্রমিকদের বাড়িভাড়া ৪০ শতাংশ মওকুফের আহবান জানিয়েছেন দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। রবিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরে আলহাজ্ব তৈয়ব আলী স্কুল মাঠ ও আটপাড়ায় ত্রান বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, বিশ্বে করোনাভাইরাসের কারনে যে অর্থনৈতিক মন্দ দেখা দিয়েছে বাংলাদেশেও তার প্রভাব বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজনকে বাসাভাড়া জোগাড় করতে ঝামেলা পোহাতে হচ্ছে। বাড়িওয়ালারাও ভাড়াটিয়াদের ভাড়া আদায়ে চাপ দিচ্ছে । এর ফলে দিশেহারা হয়ে পড়ছে শ্রমিকরা। কোন পোশাকশ্রমিক যেন ভাড়া প্রদানে ভোগান্তির শিকার না হয় সেজন্য বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমিয়ে আনার জন্য সকলকে আহবান জানাচ্ছি। ত্রান মন্ত্রী আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণকৃত কর্মসূচি করোনার প্রকোপ যতদিনে না কমবে ততদিন সারাদেশে ত্রান সামগ্রী সকলের বাড়িতে পৌছে দেওয়া হবে। খাদ্যের অভাবে কেউ না খেয়ে থাকবে না বলেও তিনি জানান। SHARES জাতীয় বিষয়: