এনায়েতনগরে নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম সরদার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ 145 Viewsকালকিনি প্রতিনিধিঃ (কালকিনি উপজেলার আসন্ন এনায়েতনগর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম সরদার) কালকিনি এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, মোট ১৪ বছর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ফাঁসিয়াতলা মার্চেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২ বারে সম্মানিত সদস্য এবং এনায়েতনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি পথে দায়িত্ব পালন করেন আসছেন। সমাজসেবক,মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মি,স্থানীয় সাংসদ ড.আবদুস সোবহান গোলাপ (এমপি) সাহেবের আস্থাভাজন আওয়ামীলীগ পরিবারের সদস্য ২০২২ইং ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় মোঃ সেলিম সরদার মাঠে দলীয় কর্মীদের নিয়ে কাজ করে আসছে। SHARES নির্বাচনের মাঠ বিষয়: