আশুলিয়ায় মাদক ও কিশোর অপরাধ রুখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২ 1310 Viewsগোলাম সাব্বির আহমেদ, আশুলিয়া: আশুলিয়ার কুরগাও এলাকায় “সোসাইটি ইয়াং জেনারেশন” কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ। “খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলায় চল” এই শ্লোগানকে ধারণ করে এসজেপিএল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। মাদক ও অপরাধ মুক্ত পরিবেশ তৈরি করতে খেলাধুলার প্রতি উৎসাহী হয়ে উঠছে তারা। এসজেপিএল ফুটবল টুর্নামেন্টের আয়োজক আলামিন হোসেন ডিপজল বলেন,বর্তমান সময়ে কিশোর অপরাধের এবং উঠতি বয়সের কিশোরদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাওয়ায় তারা সম্মিলিত ভাবে এ উদ্যেগ নিয়েছে। আজকে এই এসজেপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মেম্বার এবং কিশোদের উদ্যেশ্যে স্বল্প সময়ের বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, মাদকমুক্ত পরিবেশ তৈরি করতে উঠতি বয়সের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। খেলাধুলা শারিরীক ও মানসিকভাবে শক্তিশালি করে তাই সোসাইটি ইয়াং জেনারেশন কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে সাধুবাদ জানিয়েছেন তিনি। SHARES খেলাধুলা বিষয়: