মোংলায় ৩’শ পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 514 Viewsজেলা প্রতিনিধি (বাগেরহাট,খুলনা): দেশের উপকূলীয় অঞ্চল সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় হয়ে পড়া নিম্মবিত্ত ও দুস্ত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় মানুষের দাঁড়ে দাঁড়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী মোংলা । বাজুয়া ইউনিয়নে অসহায় কর্মহীন শ্রমজীবী ৩০০ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রান দিল বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ১২ মে (মঙ্গলবার) দকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৩০০টি পরিবারের হাতে বিদ্যানন্দন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী মোংলা প্রতিটি পরিবারের জন্য রয়েছে চাল,আটা,ছোলা,তেল,সুজি,বিস্কুট,লবন ইত্যাদি। বাজুয়া ইউনিয়ন এর অধিকাংশ মানুষ নিম্নবিত্ত শ্রমজীবী এবং জীবিকার তাগিদে তারা ঘর থেকে বের হয়ে আসছে। করোনা পরিস্থিতিতে তাদের ঘরে থাকা উদ্বুদ্ধ করতে এবং সচেতনতা বৃদ্ধির জন্য ত্রাণ সামগ্রী বিতরন এর মাধ্যমে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। SHARES সারা বাংলা বিষয়: