মোংলায় পশুর নদী থেকে হাত পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
382 Views

 জেলা প্রতিনিধি(বাগেরহাট): মোংলার জয়মনি সংলগ্ন পশুর নদী থেকে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ জেলেদের জালে আটকে পড়ে। এসময় জেলেরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মোংলার চিলা ইউনিয়নের গ্রাম পুলিশ রঞ্জন কুমার জানান, জেলেরা লাশটি পেয়ে আমাদের জানায় । আমরা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায় । কয়েকদিন পানিতে থাকায় লাশটি গলতে শুরু করেছে ।

মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরিফ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা অজ্ঞাতনামা ৪৫ বছর বয়স্ক একজন লোকের হাত-পা বাঁধা অবস্থায় পশুর নদীতে দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মোংলা থানায় নিয়ে আসে। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে কেউ মেরে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। তবে এব্যাপারে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।