মোংলায় আব্বাস জোমাদ্দারের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ 526 Viewsবাগেরহাট প্রতিনিধি: মোংলার দিগরাজে নিলুফা বেগমের ১৩ লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত জৈনদ্দিন জোমাদ্দারের ছেলে আব্বাস জোমাদ্দারের বিরুদ্ধে। গত ১৪ মে বৃহস্পতিবার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ইতপূর্বে আব্বাস জোমাদ্দারের বিরুদ্ধে একই থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন নিলুফা বেগম।(মোংলা থানা জিডি নং-১৭৮ তাং-০৬/০৫/২০২০) লিখিত অভিযোগের মাধ্যমে নিলুফা বেগম জানান, আব্বাছ জোমাদ্দার সম্পর্কে তার বড় বোন জামাই, জমি কিনে দেয়ার কথা বলে ২৫ লাখ টাকা নেয়। কিন্তু মাত্র ১২ লাখ টাকার জমি কিনে দেয়। বাকী ১৩ লাখ টাকা ফেরত চাইলে আব্বাছ জোমাদ্দার টালবাহানা শুরু করে। এছাড়া আব্বাছ জোমাদ্দর বিভিন্ন সময়ে নিলুফা বেগমকে হুমকি-ধামকি দিয়ে আসছে এবং হামলা-মামলার ভয় দেখাচ্ছে। আব্বাছ জোমাদ্দার বিভিন্ন সময়ে নানা কু-প্রস্তাব দেয়ার কথা স্বীকার করেছেন নিলুফা বেগম। নিলুফা বেগম জিডি এবং লিখিত অভিযোগে আব্বাছ জোমাদ্দারকে প্রতারক এবং দাঙ্গাবাজ লোক বলে অভিহিত করেছেন। আব্বাছ জোমাদ্দার ছাড়াও যাদের নামে লিখিত অভিযোগ দেয়া হয়েছে তারা হলো সেকেন জোমাদ্দার, পিতা-রুহুল আমীন জোমাদ্দার এবং সোহেল জোমাদ্দার, পিতা-মোস্তফা জোমাদ্দার। সর্ব সাং-দিগরাজ, থানা-মোংলা, বাগেরহাট। এমতবস্থায় পাওনা টাকা আদায়ে নিলুফা বেগম দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে গত বৃহস্পতিবারের মামলা দায়েরের আশায় নিলুফা বেগম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আব্বাস জোমাদ্দার অস্বীকার করে বলেন আমি আরো নিলুফার কাছে টাকা পাবো। তার ভাই-বোন স্বাক্ষী আছে। যদি নিলুফা প্রমান করতে পারে আমার কাছে টাকা পাবে তাহলে আমি পরিশোধ করবো। এব্যাপারে জানতে চাইলে, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, নিলুফার লিখিত অভিযোগ গ্রহণ করেছি। আমরা খোজ-খবর নিয়ে পাওনা টাকা আদায়ে চেষ্টা করবো। তবে যেহেতু আর্থিক লেন-দের এর ব্যাপার তাই নিলুফার উচিত আদালতে মামলা করা। সম্পাদক-০১৬৮৬-৭৩৩৩২১ ( TheNewStar) SHARES সারা বাংলা বিষয়: