সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাভারে ২ বিপণী মার্কেট বন্ধ ঘোষনা

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
580 Views

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা ভাইরাস সংক্রামন রোধে সারাদেশের সকল বিপণী বিতান বন্ধ ঘোষনা করা হয়েছিলো।

পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে সরকারি নির্দেশনা মেনে সল্প সংখক কিছু বিপণী বিতান খুলতে সম্মত হয় কিছু মার্কেট মালিক সমিতি।কিন্তু সরকারি নির্দেশনা সহ সামাজিক দুরুত্ব মানাতে পারছেনা উক্ত বিপণী বিতান গুলো।সাভারে অবস্থিত সকল মার্কেট সরকারি নির্দেশনা মেলে খুলে দেওয়া হয়,কিন্তু মার্কেট খোলার ৭ম দিনে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এ গেলে দেখে এর ভিন্ন চিত্র। সামাজিক দুরত্ব না মানায় বন্ধ করে দাওয়া হয় ২ টি বিপণী বিতান।

শনিবার(১৬ই মে) সকালে সাভারের অন্ধ,চৌরঙ্গী, রাজ্জাক প্লাজা সহ অন্যান্য মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করা হচ্ছে কিনা তা মনিটরিং করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।

সরকারি নির্দেশনা না মানায় জরিমানা করা হয়েছে বেশ কিছু শো রুম মালিক কে,বন্ধ করে দেওয়া হয়েছে চৌরঙ্গী ও রাজ্জাক প্লাজা নামের ২ টি মার্কেট।সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মেনে চললপ অন্যান্য মার্কেট বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।