মোংলায় আত্মসমর্পণ করা ৬৫ জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০
586 Views

বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় আত্মসমর্পণ করা ৬৫ জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৮। সুন্দরবনের একসময়ের দুর্ধর্ষ দস্যু থেকে আত্মসমর্পণ করে এরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

গতকাল শনিবার(১৬ মে) সকালে মোংলা বন্দরের ফরেস্ট ঘাটে তাদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয় র‍্যাব।

উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই, দুধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৮ এর কর্মকর্তা এএসপি ইফতে খায়রুজ্জামান সহ অনেকেই।

ইফতে খায়রুজ্জামান জানান, বিভিন্ন সময় দস্যু জীবন থেকে ফিরে আসা উপকূলীয় অঞ্চলের মোট ২৮৪ ব্যাক্তি কে র‍্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হচ্ছে।