অনিয়মের প্রতিকার হয়েছে কিনা সেটা দেখুন: যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০ 355 Viewsনিউজ ডেস্ক: ২৫০০ টাকা দেয়ার তালিকতা তৈরী করেছেন স্থানীয় প্রশাসন,ইউনিয়ন চেয়ারম্যান , মেম্বার,শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।হবিগঞ্জ, বাগেরহাট এর দুইটি ইউনিয়নসহ কয়েককটি জায়গায় কিছু অনিয়মম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২ টি ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে। দেশে মেম্বার ৪১১৩৯ জন, মহিলা মেম্বার ১৩৭১৩ জন, ইউপি চেয়ারম্যান- ৪৫৭১ জন। এর মধ্যে ৪/৫জন এই অপকর্মটি করেছেন। ফেসবুক স্ট্যাটাতে এরকটাই বলেছেন, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ। এই অনিয়মটি স্থানীয় পর্যায়ের সরকারই ধরেছে। এমন না যে যাচাই বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছে। আর যদি যাচাই বাছাই শেষে এই রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নাই।কারণ নামের সাথে ভোটার আইডি নাম্বার ও মোবাইল নাম্বার অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেয়া হচ্ছে। ইতিমধ্যে সাত লাখের বেশি পরিবারকে টাকা পাঠানো হয়েছে। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন ? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে, আপনারাও ভাল থাকবেন। SHARES রাজনীতি বিষয়: