কালকিনিতে সামাজিক দূরুত্ব বজায় রাখতে বলায় ছাত্রলীগের ৩ নেতার ওপর হামলা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 449 Views বি.এম.হানিফ,কালকিনি(মাদারীপুর) : প্রতিনিধি মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে বলায় সাহেবরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ আলম(২৫), যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস খান(২০) ও ছাত্রলীগ নেতা আবিদ হাসান শান্ত(২০)’র ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ। শনিবার!(১৬ মে) সকালে চৌকিদার বাড়ির সামনে বসে উক্ত হামলা চালানো হয়। এলাকার প্রভাবশালী মন্টু বেপারী, মিন্টু বেপারী, আনোয়ার চৌকিদার, রহমান চৌকিদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে উক্ত হামলা চালায়। এসময় হামলাকারীরা হামলা চালিয়ে চলে গেলে স্থানীয়রা গুরুত্বর আহত আবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারন সম্পাদক শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান নয়ন, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি হাসপাতালে চিকিৎসাধিন ছাত্রলীগ নেতাদের ভিজিট শেষে এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের গ্রেফতারের দাবী জানিয়েছে। অপরদিকে এঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে সাহেবরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদাউস মাহমুদ। এলাকাবাসী জানায় হামলাকারীরা এলাকার মাদক ব্যবসায়ী হিসেবেও চিহ্নিত ব্যক্তি। যার মধ্যে রহমান চৌকিদার ঢাকায় মাদক সহ গ্রেফতার হয়ে ৩মাস জেল খেটে বেড়িয়েছে। SHARES সারা বাংলা বিষয়: