ঘূর্ণিঝড় মোকাবিলায় মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ১০ টি জাহাজ অবস্থান করছে TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ 60 Viewsশরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে চট্রগ্রাম বন্দরের বহিঃনোঙরে ও গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর ১০ জাহাজ বর্তমানে মোংলায় অবস্থান করছে। বাংলাদেশ নৌবাহিনী মোংলা নৌ অঞ্চলের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে ৯ টি জাহাজ মোংলায় এসেছে। ঘূর্ণিঝড় “আম্পান” থেকে নিজেদের সুরক্ষা ও ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং উপকূলীয় এলাকার জনসাধারনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজ গুলো গতকাল (১৭ মে)থেকে মোংলা সমুদ্র বন্দর এলাকায় অবস্থান নিয়েছে। নৌবাহিনীর জাহাজগুলো বর্তমানে হারবারিয়া, মুরিং বয়া ও বন্দরের জেটি এলাকায় অবস্থান করেছে। এদিকে মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’র আগাম সতর্কতার কারনে চট্রগ্রাম থেকে গতকাল মোংলায় এসে পৌঁছেছে কোস্টগার্ড বাহিনীর জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল। জাহাজটি বর্তমানে মোংলা বন্দরের জেটিতে অবস্থান করেছে। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কোস্টগার্ড বাহিনী উপকূলীয় এলাকার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানা গেছে। SHARES সারা বাংলা বিষয়: