বাগেরহাটের কচুয়ার করোনা উপসর্গ নিয়ে মৃত মহিলার করোনা পজেটিভ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
364 Views
আরীআন, কচুয়া-বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৪৮ বছরের যে নারীর মৃত্যু হয়েছে তার করোনা ফলাফল পজেটিভ আসছে। তার বাড়ী কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠী গ্রামে।
গত বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে তার স্বামী, ছেলে ও ছেলের বৌকে নিয়ে এলাকায় আসেন। তিনি জ্বর, গলা ব্যথা, শাসকষ্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক সহ জটিল রোগে ভুগছিলেন। ঐ দিন মৃত্যু নারীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
মৃত্যু ব্যক্তির করোনা উপসর্গ থাকায় উক্ত এলাকার ২০টি বাড়ীর লোকজনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ করোনা নিশ্চিত হওয়ায় উক্ত বাড়ীগুলো পুরোপুরি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
সংক্রমিত মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসা আরো ৬জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল তাদের ফলাফল আসার কথা রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত এলাকার চৌকিদারকে সাসপেন্ড হিসেবে ২১দিনের লকডাউন ঘোষণা করা হয়। উক্ত চৌকিদার মৃত্য নারীর করোনা উপসর্গ থাকা সত্ত্বেও প্রশাসনকে অবগতি করেনি। এ জন্য তাকে শাস্তি হিসেবে সাসপেন্ড করে উপজেলা প্রশাসন।