মাদারীপু‌রের কাল‌কি‌নি পৌরসভায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০
632 Views

 বি.এম.হা‌নিফ,কাল‌কি‌নি-মাদারীপুর: করোনা ভাইরাসের কারনে মাদারীপু‌রের কাল‌কি‌নি পৌরসভার ৯টি ওয়া‌র্ডে কাউ‌ন্সিল‌রের মাধ্য‌মে ১২০০ প‌রিবা‌রে ও মেয়‌রের মাধ্য‌মে ৯টি ওয়া‌র্ডে ৫০০ কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল ও সব‌জি আজ ১৯ মে সকালে বিতরণ করা হয়েছে। কাল‌কি‌নি পৌরসভা কার্যলয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ধারাবা‌হিক ভা‌বে পৌরসভার ৯টি ওয়া‌র্ডে কাউ‌ন্সিল‌র ও মেয়রের দেওয়াসহ মোট ১৭০০টি পরিবার মাঝে চাল ও সব‌জি বিতরণ করেন ম‌হিলা সংর‌ক্ষিত আস‌নের এম‌পি’ তাহ‌মিনা সি‌দ্দিকী ও কাল‌কি‌নি পৌরসভার সু‌যোগ্য মেয়র এনা‌য়েত হো‌সেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ শ‌হিদুল ইসলাম,কাল‌কি‌নি থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ না‌সিরউ‌দ্দিন মৃধা,উপ‌জেলা সহকারী কৃ‌ষি কর্মকর্তা বক‌তিয়ার উ‌দ্দিন সিকদার,‌পৌরছাত্রলী‌গের সভাপ‌তি সা‌কিবুল ইসলাম খ‌লিল,‌উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ ইরান সরদার ও পৌর-‌স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি দেলোয়ার হো‌সেন সহ অন্যান্যরা।