নগদ টাকার তালিকায় নাম রয়েছে তাদের দলীয় নেতা-কর্মীর: মির্জা ফখরুল TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 504 Views নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব বলেন, ৫০ লক্ষ কর্মহীন লোকের মাঝে ১২শ ৫৭ কোটি টাকা বিতরণ করছে সরকার। মোবাইলে বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে সে টাকা বিতরণ হবে। সেখানেও নগদ টাকা লুট হচ্ছে। একজনের মোবাইল নম্বরে ৩০৬ জনের নাম। অর্থাৎ ৩০৬ জনের টাকা একজন লুট করবে।আমাদেরসময়.কম মির্জা ফখরুল অভিযোগ করেন, নগদ টাকার তালিকায় নাম রয়েছে তাদের দলীয় নেতা-কর্মী, বাড়ির মালিক, দোকানের মালিক, দলীয় মেম্বার ও চেয়ারম্যানদের। অথচ দোকানের কর্মচারীর নাম নেই, কাজের লোকদের নাম নেই, গরীব মানুষদের নাম নেই। তিনি বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের নামতো নেইই। এই হলো অবস্থা। এই ভয়াবহ মহামারির মধ্যেও দলীয় লোকদের চাল, ডাল, তেল ও নগদ টাকা লুটপাটের সুযোগ করে দিতেই যত আয়োজন। ত্রাণ লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা করা হচ্ছে না। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসসেনর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। SHARES রাজনীতি বিষয়: