ভিড়তে দেওয়া হলো না যাত্রীবোঝাই ফেরি, ফিরে গেল পাটুরিয়া

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ২০, ২০২০
480 Views

নিউজ ডেস্ক:  করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে পাটুরিয়া থেকে আসা একটি যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।সমকাল

বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ ওই ফেরিটি ঘাটে ভিড়তে না দিয়ে ফেরত পাঠায়। ঢাকা নামের ওই ফেরিটি সহস্রাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে এসেছিল।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নেমেছে। কোন ভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব।