২১ মে ২০২০ ইং মোংলা বাগেরহাট, আত্তঘাতিক ঘূর্ণিঝড়আম্ফায়নে কেড়ে নিল বাঘেরপ্রাণ। TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০ 722 Viewsমোঃ সোলায়মান শেখ: ২১ মে ২০২০ ইং মোংলা বাগেরহাট, আত্তঘাতিক ঘূর্ণিঝড়আম্ফায়নে কেড়ে নিল বাঘেরপ্রাণ। প্রতি বছর প্রায় আমাদের বাংলাদেশে ৩/৪টা ঘূর্ণিঝড় আসে বঙ্গোপসাগরে। প্রতিটা বছর সবগুলো ঝড় একা সামাল দেয় আমাদের সুন্দরবন। এই সুন্দরবনের কারনে আমরা প্রতিবছর বেচে যাচ্ছি বড় ধরনের ক্ষয়- ক্ষতি থেকে। হাতে গোনা কয়েকটা বাঘ ই আছে আমাদের, এই সুন্দরবনে তাও আমরা হারাচ্ছি দিন দিন। আমরা কি দিচ্ছি সুন্দরবনকে? দিনের পর দিন বন কেটে উজাড় করে দিচ্ছি। পশু পাখিগুলেদের মেরেফেলছি, আরও কত কিছুইনা করছি, কিন্তু কি কখনো আমরা ভেবে দেখেছি এই পশু পাখি না তাকেলে যে একদিন আমাদের এই সুন্দরবনও থাকবেনা। ২০ মে ২০ ইং বিগত রাতে আম্ফানয়ের তান্ডবে প্রান কেড়ে নিল এক রয়েল বেঙ্গল টাইগারের। SHARES মুক্তমত বিষয়: