করোনা কিট ব্যবহারের প্রাথমিক অনুমোদন পেলো গণস্বাস্থ্য

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
502 Views

নিউজ ডেস্ক:  গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কিট বিপণনের জন্য ওষুধ প্রশাসনের অনুমোদন দরকার। কিন্তু যারা হাসপাতালে ঘুরে টেস্ট করাতে পারছে না, আমরা তাদের টেস্ট করিয়ে দিতে চাচ্ছি। এ জন্য যে অনুমোদনটুকু প্রয়োজন, সেটা বিএসএমএমইউ আমাদের দিয়েছে। এটাকে ইন্টারনাল ভ্যালিডেশন বলে। এখানে অন্য কোনো জটিলতা থাকার কথা না।’ সারাবাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অনুমতি সাপেক্ষে ২৬ মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের ইন্টারনাল ভ্যালিডেশন শুরু হবে। ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এ ভ্যালিডেশন কার্যক্রম চলবে।