বিকন ফার্মার মালিক এমপি বুলবুল করোনায় আক্রান্ত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংসদের পিএ মোক্তার সিকদার বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। এবাদুল করিম বুলবু্ল ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার। জানা যায়, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সাংসদ এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ ভালো আছে বলে জানিয়েছেন তাঁর পিএ মোক্তার সিকদার। Post Views: ৪০ SHARES জাতীয় বিষয়: