তাড়াশে গৃহ বধূ ধর্ষণের শিকার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ 411 Viewsমহসীন আলী, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূকে ধর্ষণ করেছে এক ধর্ষক। ঘঁনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের কামারশোন গ্রামে । ২৪ মে স্বামী বাড়িতে না থাকার সুয়োগে দুই সন্তানের জননীকে জোরপুর্বক ধর্ষণ করেছে দিঘী সগুনা গ্রামের ইনসাফ আলীর ছেলে মামুন হোসেন (৩০) । এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামুন হোসেন কে আসামী করে থানায় মামলা করেছে। থানা পুলিশ ধর্ষক মামুন হোসেন কে গ্রেফতার করেছেন। পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, মামুন হোসেন প্রায়ই ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার খোঁজ পেয়ে সে তার ঘরে ঢুকে জোরপুর্বক তাকে দুই দফা ধর্ষণ করার সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। SHARES নারী ও শিশু বিষয়: