সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ ফিরিয়ে দিলো গ্রামবাসী। TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ 250 Viewsমোঃসোলায়মান শেখ, বাগেরহাট: সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ ফিরিয়ে দিলো গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্ধার করা মর্দা হরিণটি বনে অবমুক্ত করা হয়। বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বিকেল ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদী পাড় হয়ে একটি মর্দা হরিণ পথ ভুলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ডুকে পড়ে। গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে স্থানীয় বিটিআরটি ও সিপিজির সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তারা গ্রামবাসীদের সহযোগীতায় মধ্যে সোনাতলা গ্রামের মুন্সি বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে। পরে তারা বন বিভাগকে খবর দিলে ভোলা টহল ফাড়ির বনরক্ষীরা হরিণটি নিয়ে বনে অবমুক্ত করে। ভোলা টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, নদী ভরাট হয়ে যাওয়ার সুন্দরবনের বণ্যপ্রানী সহজে লোকালয়ে ডুকে পড়ছে। তবে এলাকাবাসী সচেতন হওয়ায় তারা সাথে সাথে বন বিভাগকে খবর দিয়েছে। SHARES সারা বাংলা বিষয়: