প্রধানমন্ত্রী আগামীকাল এসএসসির ফলাফল ঘোষণা করবেন সকাল ১০ টায় TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২০ 786 Viewsনিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী বিস্তারিত প্রকাশ করবেন দুপুর ১১টায়। এর আগে বলা হয়েছিলো দুপুর বারোটায় শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন। কিন্তু সেটা এক ঘণ্টা আগেই শুরু হবে। ফলাফল ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। নিউজ ও ফুটেজ সকল ইলেক্টনিক মিডিয়ায় প্রেরন করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরন করা হবে। পাশাপাশি ফেইসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে। কোভিড-১৯ মহামারি কারনে স্বাস্থ্য ঝুকি বিবেচনায় গনমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং এর স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: