গৌরনদী থেকে কালকিনিতে ইয়াবা বিক্রি করতে এসে সাড়ে ৩হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ 474 Views কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ গৌরনদী উপজেলা থেকে কালকিনি উপজেলায় ইয়াবা বিক্রি করতে এসে ৩হাজার ৫৮৫পিচ ইয়াবা সহ আলমগীর হোসেন ফকির(২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ভূরঘাটা গ্রামের মরহুম আঃ আজিজ ফকিরের ছেলে। আজ(রবিবার) ভোর সাড়ে ৫টায় কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামে ব্র্যাক অফিসের পাশে কালকিনি থানার টহল পুলিশের টিমের এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালালে উক্ত ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: