তাড়াশে বাজেট ঘোষণা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ১, ২০২০
542 Views

তাড়াশ(সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন ২০২০-২০২১অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১মে) বিকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ ফরিদুল হক। ২০২০-২০২১ অর্থ বছরের দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সম্ভাব্য আয় ২ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৯ শত ১৪ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৯শ ১৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ । এছাড়াও করোনা ১৯ প্রতিরোধে ও সচেতনা মূলক প্রচারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিন্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহ স্থানীয় গণমান্য ব্যক্তি।