বাউফলে মৃত ডলফিন উদ্ধার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ২, ২০২০
556 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করে মো. আরিফ নামের এক যুবক।

সোমবার দুপুুুরের উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের ঢাকুরিয়া নদী থেকে ওই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় আরিফ জানায়, নদীতে গোসল করতে গেলে একটি বড় মাছ ভেসে যেতে দেখে।

এসময় সে মাছটি উদ্ধার করে। পরে স্থানীয়দের কাছে জানতে পারে এটি সাধারন মাছ নয়। এটি একটি ডলফিন। ডলফিনটি দেখতে উৎসুক জনতা ভীড় করে। পরে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি মাটি চাপা দেওয়া