মোংলা বন্দরে ঝড়ের কবলে পাথর বোঝাই জাহাজ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ 386 Viewsশরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি: ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকা পড়েছে পাথর বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। গতকাল মঙ্গলকাল দিবাগত রাতের আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। এরপর ওই জাহাজটি উদ্ধারে রাতেই ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব উদ্ধারকারী নৌযান এমটি শিবসা পাঠায়। রাত থেকে দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু হয়। জাহাজটির স্থানীয় ষ্টিভিডরস কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুরের জোয়ারে পানি বৃদ্ধি পেলে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে। এম ভি শাহরিয়ার জাহান নামক বাংলাদেশী এ জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মে: টন পাথর নিয়ে ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে ভেড়ে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান শিবসা কাজ করছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে। SHARES সারা বাংলা বিষয়: