সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্হা নেবোঃ ওসি সাভার হাইওয়ে থানা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares নিজস্ব প্রতিবেদকঃ সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্হা নেবোঃ ওসি সাভার হাইওয়ে থানা বুধবার (০৩ জুন) সকালে বিশমাইল এলাকাসহ সাভারের বিভিন্ন স্হানে পুলিশ ফোর্স নিয়ে সকল থ্রি-হুইলার চালকদের উদ্দেশ্যে একথা বলেন এবং সবাইকে সতর্ক থাকার আহবান জানান ওসি আব্দুল্লা হেল বাকি। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হেল বাকি জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কল্পে গণপরিবহন বন্ধ করে দেয় সরকার, বর্তমানে লক-ডাউন শিথিল করার কারনে মহাসড়কে পুণরায় গণপরিবহন চলাচল করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল করতে থাকলে দুর্ঘটনার সম্ভাবনার আছে। তাই প্রত্যেকটা থ্রি-হুইলার চালকদের বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ও সতর্কবার্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে তারা গাড়ি নিয়ে মহাসড়কে না ওঠে, আর যদি সরকারি নির্দেশনা অমান্য করে মহাসড়কে ওঠে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। Post Views: ৬০ SHARES আইন আদালত বিষয়: