বাস ভাড়া না বাড়াতে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
382 Views

ডেস্ক রিপোর্ট: বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ শুনানি করলেও এতে কোনো আদেশ দেননি বলে জানান রিটকারি ইনজীবী হুমায়ান কবির পল্লব।

রিটের শুনানিতে ব্যারিস্টার হুমায়ন কবির বলেন, এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি কোন ভাবেই যৌক্তিক হবেনা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বাসে আসন ফাঁকা রাখা হচ্ছে। তাই ভাড়া বাড়ানো যৌক্তিক।

এদিকে কোনো আদেশ না দেয়ায় নতুন করে অন্য একটি বেঞ্চে আবেদন করার কথা জানান ব্যারিস্টার পল্লব। এর আগে গত ১ জুন এ রিট দায়ের করেন।