তাড়াশে দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
494 Views

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ অন্তে উপজেলার মার্কাস মসজিদে করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক সফল স্ব রাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় উপজেলার মাার্কাস মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ)’র সাবেক এমপি গাজী ম,ম আমজাদ হোসেন মিলনের উদ্যোগে মার্কাস জামে মসজিদে পেশ ইমাম আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাকসহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুসুল্লীগন।

এছাড়াও সদর উপজেলা পরিষদ মসজিদে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির উদ্যোগে মসজিদের খতিব আব্দুল ওয়াহাব’র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় দোয়ায় শরিক হন সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ সহ মসজিদে উপস্থিত সকল মুসুল্লীগন।