পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ 30 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত বরোটায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অধ্যাপক হাফেজ মো. মতিউর রহমান ও মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া এলাকার নিজ বাড়িতে মজিবর রহমানের মৃত্যু হয়। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন। নিহত মতিউর রহমান পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহরের প্রতিথযশা হোমিও চিকিৎসক ছিলেন। নিহত মজিবর রহমান দুই আগে ঢাকা থেকে এসেছেন। নিহত দুইজনকে কোভিট-১৯ প্রটোকলে দাফন করা হবে এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে। জেলায় মোট আক্রান্ত ৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। ৩৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন SHARES সারা বাংলা বিষয়: