রাঙ্গাবালীতে বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে খাদ্যসহায়তা প্রদান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ 696 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদে ওই দুই পরিবারের হাতে এ সহায়তা তুলে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবির। এসময় প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি লবণ, দুই কেজি চিনি, চার কেজি চিড়া ও দুই লিটার তেলসহ আরও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। পিআইও হুমায়ুন কবির বলেন, ‘বজ্রপাতে দুই নিহতের পরিবার ও এক আহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তাদের তথ্য জেলায় পাঠানো হয়েছে। সেখান থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’ উল্লেখ্য, বজ্রপাতে বুধবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের ফাইজুল গাজী (৩০) ও বিকেল ৩ টায় বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের গৃহবধূ তাছলিমা বেগম (২৯) মারা যান SHARES সারা বাংলা বিষয়: