পটুয়াখালীর মহিপুরে সরকারী জায়গায় দখলে ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম করাদন্ড

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
510 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে সরকারী জায়গায় অবৈধ উপায়ে পাকা ঘর নির্মান কারায় তিন ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নির্মানকৃত অবৈধ ঘর তিনটি ভেঙ্গে অপসারন করে দেয়া হয়।

বৃহস্পতিবার শেষ বিকালে মহিপুর বাজারে অভিযান চালিয়ে এ কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

এদিকে একই দিন স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মটোরসাইকেলে অতিরিক্তি যাত্রী বহন করার দায়ে এক চালককে দুই হাজার টাকা এবং মাক্স ব্যবহার না করে বাজারে অবাধে ঘোরা ফেরার করার দায়ে পাঁচ পথচারীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়