সিংগাইরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায়-থানায় মামলা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০ 368 Views রাজিব,সিংগাইর,(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে দু,সন্তানের জনক নাজমুল হোসেন ইসহাক (৪২) নামের এক বখাটে লম্পটের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চর খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক ওই গ্রামের মৃত-মো.আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী থানায় অভিযোগ করেন এবং শুক্রবার (৫ জুন) থানায় মামলা রেকর্ড হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়ির সামনে সমবয়সীদের সাথে খেলা করছিলো । এ সময় অভিযুক্ত নাজমুল হোসেন ইসহাক আম খাওয়ানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় । এ সময় তার ডাকচিৎকারে শিশুটির মা এগিয়ে এলে SHARES নারী ও শিশু বিষয়: