তাড়াশে বিদ্যুত পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 298 Viewsতাড়াশ.(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যানে চার্জ দেওয়ার সময়ে বিদ্যুত পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেলহক কোহিত গ্রামের গোলাপ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে সারাদিন অটোভ্যান চালিয়ে রাতে বাড়ি ফিরে অটোভ্যানে চার্জ দেয়ার জন্য ব্যাটারীতে বৈদ্যুতিক তার লাগাতে গিয়ে শর্ট লেগে মাটিতে লুটে পরে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যায়। এ সময় তাড়াশ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকৎসক রুম্মন খান তাকে মৃত্যু ঘোষনা করেন। শনিবার সকাল ১০টায় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কোহিত কবর স্থানে তাকে দাফন করা হয়। SHARES সারা বাংলা বিষয়: