কালকিনিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের শৌচাগার ভেঙ্গে নিয়ে গেছে দূবৃর্ত্তরা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 368 Views কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদ বাড়ী এলাকার মেসার্স মাহিয়া ফল ভান্ডারের ব্যক্তিগত একটি শৌচাগার রাতের অন্ধকারে ভেঙ্গে নিয়ে গেছে দূবৃর্ত্তরা। ভূক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন জানান, ২০১৬ সালে মজিদ বাড়ী মৌজায় ১৭৮ নং দাগ শতাংশ জমি ২০১৬ সালে নগদ মূল্যে ক্রয় করে। সেখানে তিনি মাহিয়া ফল ভান্ডার নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গরে তুলে এবং সেখানে ঔ জমিতেই তিনি ব্যবহারের জন্য একটি শৌচাগার স্থাপন করে।শৌচাগার স্থাপনের পর একটি মহল হুমকি-ধামকি দিতে থাকে কিছু দিন অতিবাহিত হওয়ার পর শুক্রবার দিবাগত রাত্রে কেবা কারা শৌাচাগারটি ভেঙ্গে নিয়ে গেছে। এব্যাপারে মহিউদ্দিন জানান,এই এলাকায় অন্যাঅন্য প্রতিষ্ঠান থাকলে ও নেই এখানে নেই কোন শৌচাগার তাই আমরা চরম দুরভোগে পরছি। SHARES অপরাধ বিষয়: