পরশুরাম করোনা পজেটিভ নার্স রহিমা আক্তারের পাশে পৌর মেয়র সাজেল” TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ 421 Viewsএইস, এম আরমান ,পরশুরাম-ফেনী: কোভিড-১৯আক্রান্ত সুবার বাজার স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র সেবিকা রহিমা আক্তারের বাসায় বিশুদ্ধ পানির সংকট থাকায় মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল এর পক্ষে পরশুরাম উপজেলা ছাত্রলীগের নেতা আবদুল আহাদ চৌধুরী, মির্জানগর ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা পলাশ পাভেল বিশুদ্ধ পানি এবং ফল পৌছে দিয়েছে। সেবিকা রহিমার বন্ধু আরমান জানান বিকালে নিজের পরিচয় জানিয়ে আমি ইনবক্সে যোগাযোগ করি আমার ফেসবুক বন্ধু আক্রান্ত রহিম আক্তারের সাথে। সে আমার মাধ্যমে সবার দোয়া চেয়েছেন যাতে সহসা সুস্থ হয়ে কাজে ফিরতে পারে! সবাই করোনা পজেটিভ রহিমা আকতারের জন্য দোয়া করবেন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। SHARES স্বাস্থ্য বিষয়: