তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার মামলায় আসামী আটক

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
644 Views

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার মামলায় আসামী আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশ উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা গ্রামে শনিবার (৬ জুন) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোলাম মোস্তফা তাড়াশ পৌর এলাকার পুর্ব পাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে

উল্লেখ্য, গত ২৬ মে তাড়াশ উপজেলা হাসপাতালের ঠিকাদারের সরবাহকৃত খাদ্যের মান যাচাই করা নিয়ে ঠিকাদারের লোকজনের হাতে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সহ ৫ জন সরকারী কর্মকর্তা মারপিটের শিকার হলে ওই দিনেই উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা তাড়াশ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর পরই আসামীরা পলাতক ছিল।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম আসামী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আসামীর রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।