কলাপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর মাথা থেতলে দিল স্বামী TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ 856 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মামুন মোল্লা যৌতুক না পেয়ে স্ত্রী মোসাম্মৎ সুমাইয়ার মাথা থেতলে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মামুন মোল্লা তার শাশুড়িকেও মারধর করেছে। এছাড়া সুমাইয়াকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করাতো মামুন মোল্লা। বুধবার পুনঃরায় সুমাইয়া নির্যাতনের স্বীকার হলে বৃহস্পতিবার কলাপাড়া থানায় একটি মামলা করে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামুন মোল্লা একজন চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় মাদকের মামলাসহ কলাপাড়া থানায় আরও তিনটি মামলা রয়েছে। বর্তমানে মামুন মোল্লা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর অভিযান চালাচ্ছে পুলিশ। SHARES নির্যাতন বিষয়: