বাউফলে চিকিৎসকের বিরুদ্ধে নারী স্টাফকে যৌন হয়রানীর অভিযোগ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
608 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল হেলথ কেয়ার ডায়াগনোষ্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের এক চিকিৎকের বিরুদ্ধে নারী স্টাফকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই চিকিৎসকের নাম ডা. মোঃ শাহ আলম (৬৫)। তিনি এক সময় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে চাকরী করতেন। বর্তমানে তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়ার চিকিৎসক হিসাবে কাজ করছেন। তার বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে।

অভিযোগ রয়েছে, পৌর শহরের হাসপাতাল রোড এলাকার বাউফল হেলথ কেয়ার ডায়াগনোষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের নারী স্টাফকে (৩৫) ওই ডায়াগনোষ্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের ডা. মোঃ শাহ আলম বেশ কিছু দিন ধরে যৌন হয়রানি করছেন। তাকে বিভিন্ন সময় কুপ্রাস্তাব দেন। কিন্তু ওই নারী স্টাফ (ফিজিশিয়ান) তার কথায় রাজী না হওয়ায় ওই চিকিৎসক তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করেন। কয়েক দিন অগে ওই চিকিৎসক নারী স্টাফকে ক্লিনিকে একটি রুমে ডেকে নিয়ে তার শরীরের আপত্তিকর সব জায়গায় হাত দেন এবং তাকে দিয়ে জোরপূর্বক শরীর ম্যাসাজ করান।

ওই নারী স্টাফ অভিযোগ করেন, ওই চিকিৎসক তার প্যান্ট খুলে গোপনাঙ্গ ম্যাসাজ করতে বলেন। প্রথম দিকে তিনি আপত্তি করলেও পরে নিরুপায় হয়ে সেই কাজটি করেন। এ সময় ওই চিকিৎসক তাকে কুপ্রাস্তাব দিলে তিনি রাজি হননি। এভাবে প্রতিদিন তাকে যৌন হয়রানি করা হয়। এ ঘটনা ওই ক্লিনিকের মালিক ও স্টাফরা জানলেও কেউ কোন ব্যবস্থা নেননি। বরং ওই চিকিৎসক এখন ক্লিনিকের নারী ষ্টাফকে চাকুরিচ্যুত করার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে ক্লিনিকের পরিচালক জলিলুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনে শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে।