TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ 604 Viewsআরীআন,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া থানার অন্তর্গত ধোপাখালী ইউনিয়ন এর উত্তর মাধবকাঠী গ্রামের জাহাঙ্গীর শেখ (১৮) পিতাঃনজরুল শেখ, প্রেম বিচ্ছেদের ঘটনায় গলায় ফাসি দিয়ে এবং একই উপজেলাধীন গজালিয়া ইউনিয়ন এর গজালিয়া গ্রামের মোঃ মীম হোসেন পিতাঃ মোঃ জাকির হোসেন পারিবারিক কলহের কারণে বিষ পান করে আত্নহত্যা করে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মৃত জাহাঙ্গীর শেখ (১৮) এর সাথে পাশের গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। তবে গত কিছুদিন আগে মেয়েটির পরিবার তাকে অন্য যায়গায় বিয়ে দিয়ে দিলে ছেলেটি তা সহ্য করতে না পেরে গলায় ফাসি দিয়ে আত্নহত্যা করে। মৃতের বড়ভাই মোঃলিটন শেখ মৃতদেহ ময়নাতদন্ত না করে শেষকৃত্য করার জন্য কচুয়া থানার আবেদন করলে কচুয়া থানার পরিদর্শক মোঃসফিকুর রহমান প্রাথমিক ভাবে তদন্ত করে ধর্মীয় নিয়মানুযায়ী মৃতদেহের শেষকৃত্য করার অনুমতি দেন। অন্যদিকে গজালিয়া গ্রামের মৃত মোঃ মীম হোসেন (১৭) মাদ্রাসায় থেকে পড়ালেখা করতো। মাদ্রাসা থেকে শিক্ষা সফরে যাবার জন্য পরিবারের কাছে টাকা চাইলে তার পিতা-মাতা তা দিতে অস্বীকৃতি জানালে বাবা মায়ের প্রতি অভিমান করে বীষ পান করে আত্নহত্যা করে। তবে স্থানীয় সূত্র থেকে জানা যায় মৃতের পরিবার বিষয় টি কে থানা থেকে গোপন করে মৃতের শেষকৃত্য সম্পন্ন করে।।। SHARES সারা বাংলা বিষয়: