শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের কাজ উদ্বোধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ 596 Viewsশেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (মূরাল) স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। ১০ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ প্রতিকৃতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। সারাদেশের প্রতিটি উপজেলায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ প্রতিকৃতি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সোজা, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নকলা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল জলিল কাসেমী। SHARES সারা বাংলা বিষয়: