নকলায় দিনব্যাপী সিআইজিভুক্ত কৃষক কৃষাণী প্রশিক্ষণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ 314 Views শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় চলতি অর্থবছরের এনএটিপি-২ প্রকল্পের সিআইজি সমিতি ভুক্ত বিশেষায়িত প্রশিক্ষণ প্যাকেজের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার সিআইজি ব্যবস্থাপনায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন করে দুটি ভেন্যুতে সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ৬০ জন সিআইজিভূক্ত কৃষক-কৃষাণিকে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা’র পরিচালক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ মো. আসাদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (এডি) কৃষিবিদ নিখিল চন্দ্র সেন, শেরপুর খামার বাড়ীর উপপরিচালক (ডিডি) কৃষিবিদ ড. মোহিত কুমার দে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে, উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার (এসএএও) আশরাফুল আলম ও মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। SHARES অর্থনৈতিক বিষয়: