কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফি গ্রেফতার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 300 Viewsমতিয়ার রহমান ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (শফি) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি চৌকস দল আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহাফুজুর রহমান জানান, শফিকুল ইসলাম একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আড়পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। SHARES অপরাধ বিষয়: