আশুলিয়ায় বাড়ির ছাদে থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 42 Viewsঅনলাইন ডেক্স: আশুলিয়ায় ভাড়াবাড়ির ছাদ থেকে বাবু মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি এলাকার সুমনের বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবু মিয়ার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। বাবা না থাকায় মা মায়া বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ ওই বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। এ ব্যাপারে আশুলিয় থানার এস আই সেলিম রেজা জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানাে হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা, না কি আত্মহত্যা। যদি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: