শেরপুরের নকলায় কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ 320 Views মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় ২০১৯-২০ অর্থবছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার আয়োজনে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী ব্লকের খারজান গ্রামে রবি মৌসুমের সবজি বেগুন চাষের ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মাঠ দিবসে সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে বেগুন চাষসহ অন্যান্য নিরাপদ ফসল উৎপাদনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। গনপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুলের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অধীন পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আইপিএম বিশেষজ্ঞ ড. মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, খারজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান আলী প্রমুখ। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মো. জাহাঙ্গীর আলম জাহান ও মোহাম্মদ ফারুক হোসেনসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: